ই-কমার্স কি?

ই-কমার্স


ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ও সুবিধা ব্যবহার করাকে ই-কমার্স বলে। এটি অনলাইনে পণ্য বেচাকেনার ডিজিটাল মাধ্যম। 👉
 
 

 
 অনলাইন শপিং :
পণ্য অনলাইনে বেচাকেনা ই-কমার্সের কমন একটি উদাহরণ। এখানে বিক্রেতারা অনলাইনে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বা সেবার বিজ্ঞাপন দেয়। ক্রেতারা তা দেখে মাউজের ক্লিকের মাধ্যমে তা কেনে। Amazon.com এরকম অন্যতম একটি ওয়েবসাইট যেখানে পণ্য বা সেবা অনলাইনে বেচাকেনা করা হয় তবে বাংলাদেশে এর পূর্ণাঙ্গ কার্যক্রম এখনও শুরু হয়নি।
👉• ইলেক্ট্রনিক পেমেন্ট :
যখন আপনি অনলাইনে কিছু কিনবেন তখন অনলাইনে তার দাম দেওয়ার জন্য মেকানিজমও আপনার থাকতে হবে। এর কারণে গ্রাহক গ্রহীতা দুজনই একটা ছবির মধ্যে চলে আসেন। ই-পেমেন্টে অপ্রয়োজনীয় কার্যক্রম যেমন মেইলিং করা এসব করতে হয় না। একই সঙ্গে এটি বিভিন্ন অনিশ্চয়তা থেকেও রেহাই দেয়।
👉• অনলাইন নিলাম :
আমরা যখন বাস্তবে কিছু নিলাম করতে চি আমাদের দিন তারিখ সব নিরদারিত করতে হয়।কিন্তু আপনি কি জানেন অনলাইনে কিছু নিলাম করতে হলে আপ্নি খুব অল্প সময়ে তা করা সম্বব এতে আপ্নার সময় ও বাচবে।
👉• ইন্টারনেট ব্যাংকিং :
বর্তমানে করুনার সময় আমাদের অনেক কাজই করতে হয় তার মধ্যে ব্যাংক থেকে টাকা তুলা অন্যতম। ব্যাংকের কোনো অফিসে শারীরিকভাবে না গিয়েই আপনি ব্যাংকের যাবতীয় কার্যক্রম সারতে পারবেন। এভাবে আপনি ক্রেডিট কার্ডও নিতে পারবেন। যা ই-কমার্সের বড় সাফল্য।
এরকম।আরও অনেক কিছু আছে যেমন
👉অনলাইনে টিকেট কাটা
👉অনলাইনে সপিং
👉অনলাইনে ইলেক্ট্রনিক পেমেন্ট
◑◑◑ই-কমার্সের সুবিধা
ই-কমার্সের প্রধানতম সুবিধা হল সময় ও ভৌগলিক সীমাবদ্ধতা দূর করে। অনেক ক্ষেত্রে এটি সহজে পণ্য বা সেবার প্রত্যাশিত মূল্য নির্ধারণ করে দেয়।

Comments