✪CPA Marktating কি?

 

✪CPA Marktating

 

➤CPA মানে হলো “cost per action” বা “cost for action”.
মানে, একটি ধরে দেওয়া কাজ সম্পূর্ণ সঠিক ভাবে করাতে পারলে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হবে।
এটাকে একটি অনলাইন মার্কেটিং এর কৌশল হিসেবে ধরা যেতে পারে, যেখানে কোম্পানি গুলো নিজের business, service বা product গুলোর প্রচারের ক্ষেত্রে, “publishers” এবং “advertisers” দের সাহায্য নেয়।
এবং প্রচার বলতে, কোম্পানি গুলো কিছু কাজ ধরে দিবেন যেমন, software download, form fill up, email submission, form registration, survey ইত্যাদি।
আর, একজন publisher হিসেবে, এই ধরণের কাজ গুলো আপনার করাতে হবে নিজের blog বা website এর মাধ্যমে।
এবং, সফলতাপূর্বক কাজ গুলো করাতে পারলে, কোম্পানির তরফ থেকে আপনি প্রত্যেক কাজের বিনিময়ে কমিশন পাবেন।
সিপিএ মার্কেটিং এর প্রক্রিয়া এবং এফিলিয়েট মার্কেটিং এর প্রক্রিয়াতে কেবল এটাই পার্থক্য যে, এখানে এফিলিয়েট মার্কেটিং এর মতো আপনার কিছু বিক্রি করাতে হবেনা।
এখানে মূল উদ্দেশ্য হলো, “লিড তৈরি করা“।
মানে, কিছু ধরে দেওয়া কাজ গুলো blog বা website এ আশা ইউসার (user) দের দ্বারা করানো।
এবং যেই কাজ করানোর বিনিময়ে কোম্পানি আপনাকে কমিশন দিবে।
Captcha এন্ট্রির কাজ করে ইনকাম করুন
তাহলে বুঝলেন তো, “সিপিএ মার্কেটিং কি” ? (what is CPA marketing in bangla).
➤CPA মার্কেটিং এর লাভ:-
যদি আপনার একটি website, blog, application বা ভালো সংখ্যাই email list রয়েছে, তাহলে ইন্টারনেটে থাকা অন্যান্য মাধ্যম গুলোর তুলনায় CPA মার্কেটিং থেকে অধিক সহজে অনলাইন ইনকাম করতে পারবেন।
আশা করি বুজতে পেরেছেন। ☺

Comments